সারা পৃথিবীর ব্যবসা এক হুলুস্থুলের মধ্যে রয়েছে।বড়ো বড়ো কোম্পানির ব্যবসা ব্যর্থ হচ্ছে, চাকরির কোনো সুরক্ষা নেই এবং যেকোনো মানুষই অপ্রয়োজনীয়তা অথবা পুনর্গঠনের মত আরো অন্যান্য কারণে চাকরি হারাতে পারে। এই সময়ে চারিপাশে আতঙ্ক, হতাশা এবং রাগ। তাই, দুশ্চিন্তায় সময় ব্যর্থ না করে, রাগ না করে, সরকারকে কে দোষারোপ না করে - নিজের বিষয় নিজেই ভার গ্রহণ করুন। রবার্ট কিয়োসাকির বই - একবিংশ শতাব্দীর ব্যবসা শুনে দেখুন - এবং নিজের ব্যবসাকে এগিয়ে নিয়ে চলুনা এই শতাব্দীর সঙ্গে।